শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৪ জুন) রাত ২টার দিকে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর আহমেদ ভুঁইয়া একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা ও তানভীর বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। আটক ব্যক্তির নাম সেলিম মিয়া।

অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর অভিযোগ, রাত ২টায় তানভীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্বামীর সঙ্গে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। তানভীরকে পেটানোর পর অচেতন ও এক পর্যায়ে মারা যায়।

বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুঁইয়া জানান, ঘটনাস্থলে গিয়েছি। হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলটি এতোই ঘনবসতিপূর্ণ যে, ওই বাড়িতে কোনো উঠান নেই। এতো বড় ঘটনাটি বাড়ির বা পাশের মানুষ জানবে না সেটা হতে পারে না। স্থানীয়রা মুখ খুলছে না।

এদিকে নিহত তানভীরের মা নিলুফা বেগমের দাবি, ছেলে পরিকল্পিত হত্যার শিকার। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি হত্যার বিচার চাই।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত জানান, মরদেহ আঘাতের চিহ্ন আছে। তবে হত্যা কারণ এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

উল্লখ্য, তানভীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Header Ad
Header Ad

নগর ভবনে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু কাল থেকে

ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার রাজধানীর হেয়াররোডে নিজ বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, "মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না। চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে বিঘ্নিত হতে দেওয়া যাবে না। একই সঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।" তিনি আরও জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার গভীর রাতে রাজধানীর প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। আগুনে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। দেয়াল ও মেঝেরও বড় ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ে অধীন দপ্তরগুলোর কার্যালয় থেকে পরিচালনা করা হবে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শূন্য কক্ষগুলো নির্ধারণ করা হয়েছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টরা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Header Ad
Header Ad

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু ও গাবতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কাহালুর দরগাহাট এলাকায় ট্রাকের চাপায় তিনজন এবং গাবতলীর সুখানপুকুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ প্রাণ হারান। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে।

কাহালুতে নিহতরা হলেন-বুড়ইল গ্রামের অটোরিকশাচালক শাহীনুর রহমান (৪০), ভাগদূর্গা গ্রামের ফারুক হোসেন (৩০) ও তার মেয়ে হুমাইরা খাতুন (৭)। গাবতলীতে নিহত হয়েছেন কালাইহাটা গ্রামের যুবায়ের হোসেনের স্ত্রী রেশমী খাতুন (২৫)।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, শনিবার সকাল ১০টার দিকে অটোরিকশাচালক শাহীনুর রহমান যাত্রী ফারুক হোসেন, তার স্ত্রী জুলেখা খাতুন (৩৫) এবং তাদের মেয়ে হুমাইরাকে নিয়ে বিবিরপুকুর যাচ্ছিলেন। পথিমধ্যে দরগাহাট এলাকায় রেডিও স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ সড়কে রিকশার এক্সেল ভেঙে তারা রাস্তায় পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর রহমান, ফারুক হোসেন এবং তার মেয়ে হুমাইরা মারা যান। ফারুকের স্ত্রী জুলেখা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, যুবায়ের হোসেন তার স্ত্রী রেশমী খাতুনকে মোটরসাইকেলে নিয়ে সুখানপুকুর যাচ্ছিলেন। চামুরপাড়া এলাকায় পৌঁছালে রেশমী পেছন থেকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা সোনাতলাগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই দুই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এসব সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সকলকে সড়কে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

Header Ad
Header Ad

২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আগামী ২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ননইমিগ্র্যান্ট বা দর্শনার্থী ভিসা দেওয়ার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গত ২০২৪ সালের ধারাবাহিকতা ২০২৫ সালেও অব্যাহত রাখতে চাই। প্রাথমিকভাবে ১০ লাখের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সংখ্যা পরে আরও বাড়তে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদায়ী ২০২৪ সালের তুলনায় আসন্ন ২০২৫ সালে আরও বেশি সংখ্যক ভারতীয় কর্মী-চাকরিজীবীকে এইচ-১বি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।

যেসব বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন, তাদেরকে এইচ-১বি ভিসা প্রদান করে দেশটির সরকার।

গত চার বছরে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক সামর্থ্যবান ভারতীয়ের সংখ্যা বেড়েছে অন্তত ৫ গুণ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন ২০ লাখেরও বেশি ভারতীয়, যা শতকরা হিসেবে আগের বছর ২০২৩ সালের চেয়ে ২৬ শতাংশ বেশি।

মার্কিন দূতাবাসের শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য দর্শনার্থী ভিসা রয়েছে- এমন ভারতীয়র সংখ্যা এই মুহূর্তে ৫০ লাখ এবং প্রতিদিনই এক হাজারের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা প্রদান করছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস।

মার্কিন আইন অনুযায়ী, দর্শনার্থী ভিসাধারীরা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ৬ মাস অবস্থান করতে পারবেন সেখানে। কোনো দর্শনার্থী এর বেশিদিন অবস্থান করলে ভিসা বাতিলসহ তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে পুলিশ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নগর ভবনে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু কাল থেকে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু
২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সংস্কার না হলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে: উপদেষ্টা সাখাওয়াত
আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৯ পাক সেনা নিহত, উত্তেজনা তুঙ্গে
ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ঐক্য ধরে রাখতে হবে: মাওলানা মামুনুল হক
ভূঞাপুর থানা ভবন যেনো মরণ ফাঁদ, খসে পড়ছে ভবনের প্লাস্টার
নীতিশের রেকর্ড গড়া সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরলো ভারত  
আগামী নির্বাচনে জনগণ দিনের আলোতে প্রার্থী নির্বাচিত করতে পারবে
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দুদিনে ২ বাংলাদেশি নিহত
১৭ বছর নয়, ১৮ বছরই সবার কাছে গ্রহণযোগ্য: মির্জা ফখরুল  
৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর নাম
সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না: জামায়াত আমির
টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার  
বিপিএলে রাজশাহীর সহকারী কোচ হলেন পাকিস্তানের ইফতিখার
ওয়াজ মাহফিলের আয়োজনে আওয়ামী লীগের গা জ্বলতো: রাশেদ খান  
প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে আইনি নোটিশ
সেনাবাহিনী নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, প্রতিবাদ আইএসপিআরের
অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে না: মির্জা ফখরুল ইসলাম