‘ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই সরকার নেতাকর্মীদের কারাবন্দি করছে’
ছবি : ঢাকাপ্রকাশ
যুবদল শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি সরকার দুর্বলতা মনে করে তাহলে ভুল করবে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারাদেশে বিএনপি-যুবদলসহ হাজার হাজার নেতাকর্মীদের বিনা কারণে কারাবন্দি করছে। বিরোধী মতধারীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আসলে ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই সরকার এগুলো করছে বলে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
শনিবার (২৫ মে) বিকালে নওগাঁ শহরের কেডির মোড়ে আল ফারুক উচ্চ বিদ্যালয় মাঠে দলকে শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের খোঁজ নিতে জেলা যুবদল আয়োজিত সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় যুবদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি দল সাথে ছিলেন।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রাম। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যুবদল রাজপথে থাকবে। যুবদল একটি শক্তিশালী সংগঠন। এ শক্তি কাজে লাগিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি আরোও বলেন, সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সারা দেশের ৬৪ জেলায় গিয়ে নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন যুবদল। ইতিমধ্যে ৪০টি জেলায় নেতকর্মীদের পাশে দাঁড়িয়েছে যুবদল।
পরে নওগাঁ জেলা যুবনেতা কোহিনুর ইসলাম মিলি গত ২১ সালের ৩০ মার্চ কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে বাম চোখ গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হোন ও নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ মো. কবির আলম লিটনের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
এ সময় যুবদলের প্রতিনিধি দলে ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহফুজার রহমান রিটন,প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার,সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ,সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম এস মুসাব্বির শাফি,সদস্য আনোয়ার হোসেন জনি,সদস্য মাহামুদুস সালেহিন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু,সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিন আহমেদ নিপু ও রুবেল হোসেন।
এছাড়া ছিলেন- কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।