নওগাঁর নিয়ামতপুরে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশের কম
নিয়ামতপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার। ছবি: ঢাকাপ্রকাশ
নওগাঁর তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ কম। নওগাঁর নিয়ামতপুর উপজেলার দুটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ৫ শতাংশের কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
নিয়ামতপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৫৬। মঙ্গলবার (২১মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরুর প্রথম দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পরেছে ১৪৬ টি। ভোট পড়ার হার ৫ দশমিক ২ শতাংশ।
নিয়ামতপুর উপজেলার আরেক কেন্দ্র শালবাড়ী বিএল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৮৬। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৮৪টি। ভোট পড়ার হার ৩ দশমিক ৫ শতাংশ।
কেন্দ্র দুটি ঘুরে দেখা যায়, ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা অলস বসে আছেন। কেন্দ্রের ভোটকক্ষগুলোর সামনে ভোটারের কোনো লাইন নেই। তিন-চার মিনিট পর পর এক-দুইজন ভোটার এসে ভোট প্রদান করে চলে যাচ্ছেন। ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরাও হতাশা প্রকাশ করেন।
শালবাড়ী বিএল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের তিন নম্বর ভোটকক্ষের পোলিং কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। আমার বুথে মোট ভোটার ৩৮৪ জন। ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৬টি। তিন-চার মিনিট পর পর দুই-একটা করে ভোটার আসছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোদাচ্ছের হক বলেন, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় দফা তফশিল অনুযায়ী আজ মঙ্গলবার নিয়ামতপুর ছাড়াও নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলায় ভোটগ্রহণ চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর, পোরশাও সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী আছেন ১৩ জন। এর মধ্যে ১২ জনই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতা।