বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন- ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’—তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, রিজভী তার বক্তব্যে জামায়াতের দিকে ইঙ্গিত করে ‘রগ কাটা’, ‘ঘোলা পানিতে মাছ শিকার’ এবং ‘একাত্তরের বিরোধিতাকারী’ এমন কিছু অভিযোগ করেছেন, যা জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এসব ভিত্তিহীন কথা বলে রিজভী কী অর্জন করতে চান? জামায়াত কখনোই রগ কাটার রাজনীতি করেনি, বরং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই করেছে।
রিজভীর বক্তব্যের জবাবে রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। জামায়াতের বিরুদ্ধে ‘মোনাফেকি’ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং যারা ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদের আদর্শের সাথে আপস করেছে, তাদেরই আত্মসমালোচনা করা উচিত।”
তিনি আরও বলেন, “রিজভীর বক্তব্যে ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। জনগণ জানে, কারা দলীয় টিম নিয়ে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছে।”
বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, জামায়াতে ইসলামী কখনো ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে সমর্থন করেনি বরং এর বিরুদ্ধে সবসময় আপসহীন অবস্থান নিয়েছে। তিনি রিজভীর মন্তব্যকে গাত্রদাহের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন এবং বিভ্রান্তিমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান।