টঙ্গীতে কারখানায় এসি বিস্ফোরণে আহত ৪
ছবি: সংগৃহীত
টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় মিরাশপাড়া এলাকার পেট্রিওয়েট ইকো অ্যাপারেল এক্সেসোরিজ লিমিটেড নামের এক পোশাক কারখানায় সোমবার সন্ধ্যায় মেরামত করার সময় এসি'র বিস্ফোরণ ঘটেছে।
এতে চারজন কমবেশি দ্বগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। আহতরা হলেন, এসি মিস্ত্রি রবিন (২৮), আলমগীর (৩৪) ও মো. রফিক (৩২)। অপর একজন কারখানার দারোয়ান সোহাগ (৩৬)। তাদের মধ্যে আহত রফিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।
কারখানার এক শ্রমিক জানান, সোমবার সন্ধ্যায় ইফতারির পর কারখানার ছাদে এসি মেরামত করছিলেন আহত তিন মিস্ত্রি। এসময় কারখানার দারোয়ান তাদের পাশে দাড়ানো ছিলেন। মেরামতের এক পর্যায়ে এসিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিষ্ফোরণ ঘটে। এতে ওই চারজন আহত হন। বিকট শব্দ শুনে কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিন, সোহাগ ও আলমগীরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার ও জখমের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে গুরুতর তিনজনকে ঢামেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, একটি কারখানায় এসি বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে। বাকীদের ঢাকায় প্রাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।