টাঙ্গাইলে সাড়ে ৪০০ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অর্থ প্রদান
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অর্থ প্রদান। ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষ্যে টাঙ্গাইল পৌরসভার ২১৫টি মসজিদের সাড়ে ৪’শ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।