মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জয়পুরহাটে বাড়িতে ঢুকে কামড় দিচ্ছে শিয়াল, শিশুসহ আহত ২৪

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিয়ালের কামড়ে আহতরা। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুটি গ্রামে হঠাৎ করে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় শেয়ালের কামড়ে শিশুসহ অন্তত ২৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ করেই শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ার ফলে আতঙ্কে পড়েছেন ওই দুই গ্রামের মানুষ।

সোমবার (২৫ মার্চ) সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর, আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর ও জামালগঞ্জ এলাকায় শেয়ালে কামড়ানোর ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে কয়েকটি শিয়াল আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর ও ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের কয়েকটি বাড়িতে প্রবেশ করে লোকজনকে কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে। এ ঘটনায় শিয়াল আতঙ্কে পড়েছে ওই গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ।

আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ইসমাইলপুর গঙ্গাপ্রসাদ গ্রামের মামুন হোসেনের স্ত্রী চুমকি বেগম বলেন, আসরের নামাজের পর বাড়িতে একটি শিয়াল প্রবেশ করেই নিজেকে কামড়ানোর পর তার দুই শিশু সন্তানকেও কামড়িয়ে গুরুতর আহত করে। শুধু তার পরিবারের লোকজনকেই না ওই গ্রামে আরও বেশ কয়েক জনকে কামড়িয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে তাদেরকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালগঞ্জ এলাকার শিশু মোস্তাফিজুর (৩), চুমকি (৩২) ও পুরানাপৈল গ্রামের বিউটী (৫০) নামে তিন জনকে সোমবার সকালে শেয়ালের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।

ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী তাহেরা বেগম জানান, তিনি বিকালে মাঠে গরুর খাবারের ঘাস কাটছিলেন। এসময় হঠাৎ করে একটি শিয়াল এসে তাকে কামড়িয়ে আহত করেছে। একই গ্রামের রেনু বেগম (৫০) কেও শেয়ালের কামড় দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

এ বিষয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, শেয়াল, কুকুর ও বিড়ালের কামড়ানো রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে গত ৪৮ ঘণ্টায় আহত ৭০ জনকে হাসপাতালে চিকিৎসা সেবা (ভ্যাকসিন) দেওয়া হয়েছে। এর মধ্যে শেয়ালের কামড়ে আহত রয়েছেন ২৪ জন বলেও জানান তিনি।

একই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেন বলেন, বন-জঙ্গল কমে যাওয়ার কারণে খাবার ও আশ্রয় সমস্যায় পড়েছে এসব পশু। যার কারণে হিংস্র হয়ে উঠতে পারে।

Header Ad
Header Ad

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

চার বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। চট্টগ্রামে চলমান টেস্টে রিচার্ড এনগারাভার বল লং অনে পুশ করে বাউন্ডারিতে পাঠান তিনি। এ ছিল তার ইনিংসের ১৬তম চার এবং এই চারের মাধ্যমেই তিনি স্পর্শ করেন তিন অঙ্কের ঘর। এটি সাদমানের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

দুইটি শতকই জিম্বাবুয়ের বিপক্ষে। আগের সেঞ্চুরিটি ছিল ২০২১ সালের জুলাইয়ে, হারারেতে, অপরাজিত ১১৫ রানের ইনিংস। এবার শতক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২৬ ইনিংস ও প্রায় ৪ বছর।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালেই দিনের প্রথম বলেই তাইজুল ইসলামের ঘূর্ণিতে অলআউট হয় জিম্বাবুয়ে। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ভালো শুরু পায়। প্রথম ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের তুলনায় সাদমানের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।

 

Header Ad
Header Ad

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটিকে দেশের কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স অনুমোদন করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেট পরিসেবায় একটি নতুন যুগের সূচনা করবে। এর ফলে শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হলো।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সরকারের ধারাবাহিক ইন্টারনেট বন্ধের ঘটনার প্রেক্ষিতে জনগণের পক্ষ থেকে স্টারলিংকের দাবি উঠে আসে। জনগণের সেই দাবির প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত। পাশাপাশি এটি বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে উপস্থাপন করবে।”

তিনি বলেন, দেশের দুর্গম হাওর, দ্বীপ, পার্বত্য ও উপকূলীয় এলাকায় মানসম্পন্ন এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট পৌঁছাতে স্টারলিংক কার্যকর ভূমিকা রাখবে। এখনো অনেক এলাকায় ফাইবার সংযোগ না থাকায় প্রধানমন্ত্রী নিজেই স্পেসএক্স সিইও ইলন মাস্ককে ফোন করে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর অনুরোধ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছে।

ফয়েজ তৈয়্যব বলেন, ‘লোডশেডিং চলাকালে মোবাইল টাওয়ার বা আইএসপির ব্যাটারি শেষ হলে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্টারলিংক সেখানে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারবে।’ দেশের প্রায় ৬৫ শতাংশ মোবাইল টাওয়ার এখনো ফাইবার সংযোগের বাইরে, যেগুলো মাইক্রোওয়েভ নির্ভর—এবং সেইসকল সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে স্টারলিংক।

স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, বাসাবাড়িতে এই সেবা নিতে প্রয়োজনীয় স্টারলিংক কিট (অ্যান্টেনা, রাউটার, তার, পাওয়ার সাপ্লাই) কিনতে হবে, যার দাম ৩৪৯ থেকে ৫৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ থেকে ৭৪ হাজার টাকা)।

আবাসিক গ্রাহকদের জন্য মাসিক ফি ১২০ ডলার বা প্রায় ১৫ হাজার টাকা। করপোরেট গ্রাহকদের ক্ষেত্রে এই খরচ দ্বিগুণ বা তার চেয়েও বেশি হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিংকের আগমনে বাংলাদেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং প্রযুক্তি উদ্ভাবনে গতি আসবে।

Header Ad
Header Ad

রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে জাতিসংঘের প্রস্তাবে শর্তসাপেক্ষে বাংলাদেশ রাজি হয়েছে। তবে শর্তাবলির বিষয়টি পরিষ্কার করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাখাইনের মানবিক করিডর দেয়ার বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন। সোমবার এক ফেসবুক পোস্টে জামায়াত আমির এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেছেন, রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট নয়। এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার। কারণ এর সঙ্গে অনেক নিরাপত্তা বিষয় জড়িত থাকতে পারে।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাখাইনের জন্য মানবিক করিডর দেয়ার বিষয়ে ঢাকা রাজি বলে জানান।

এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, ‘এটি একটি মানবিক প্যাসেজ হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি আছে।...যদি শর্তাবলি পালিত হয়, তবে অবশ্যই আমরা সহায়তা করব।’
তবে পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য ‘মানবিক প্যাসেজের’ শর্তাবলি প্রকাশ করেননি। তিনি বলেন, মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যা কিছু করা প্রয়োজন, সেটা করতে হবে।

রাখাইনে গৃহযুদ্ধ পরিস্থিতিতে খাদ্যাভাবসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার সংকট দেখা দেয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশের কাছে ‘মানবিক প্যাসেজ’ চায়। বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত মার্চে ঢাকা ও কক্সবাজারে সফরের সময় বাংলাদেশকে এ বিষয়ে অনুরোধ জানান।

রাখাইন ও আশপাশের এলাকার স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রামরত ইউনাইটেড লিগ অব আরাকানের (ইউএলএ) অস্ত্রধারী শাখা উইং আরাকান আর্মি ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে গত বছর (২০২৪) ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র লড়াই শুরু করে। রাজধানী সিটোয়ে ও বন্দরনগরী চকপু ছাড়া রাখাইনের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি
নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা