উদ্বোধনের দিনই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল, ভাঙল জানালার গ্লাস
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপ করেছে উচ্ছৃঙ্খল কিশোররাসহ দুর্বৃত্তরা। এ সময় উদ্বোধন হওয়া ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের জানালা ভেঙে ট্রেনের ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে বড়খাতা স্টেশন অতিক্রম করার পরে দুর্বৃত্তদের পাথরের মুখে পড়ে ট্রেনটি।
বুড়িমারী এক্সপ্রেসের পরিচালক শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যথাসময়ে যাত্রীদের নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে বুড়িমারী স্টেশন ত্যাগ করে বুড়িমারী এক্সপ্রেস। ট্রেনটি বড়খাতা স্টেশন অতিক্রম করার পথে হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির গ্লাস ভেঙে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।