বঙ্গবন্ধু টানেলের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন ওয়্যার হাউজের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোর রুমে এ আগুনের সূত্রপাত ঘটে। এবং ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।
টানেল কর্তৃপক্ষের পক্ষে উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধু মূল টানেলের বাহিরে আনোয়ারা প্রান্তে, যেখানে কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদাম রয়েছে ওখানে আগুন লাগে। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
তিনি আরও বলেন, এতে তেমন কোন ক্ষতি হয়নি। তবে ওখানে টানেলের কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছিল। এখন সব নিরাপদে রয়েছে। কোন সমস্যা নেই।
