কুমিল্লায় শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে কুপিয়ে হত্যা
নিহত শিক্ষক গোলাম রসূল ওরফে লিটন। ছবি: সংগৃহীত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি গ্রামের গোলাম রসূল ওরফে লিটন (৪৮) নামে এক শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গোলাম রসূল স্থানীয় নূরানী কিন্ডার গার্টেনের শিক্ষক।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামের নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় ওই শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলকুড়ি গ্রামের মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি নূরানি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি কিছু শিক্ষার্থীকে নিজ বাড়িতে প্রাইভেট পড়াতেন। বুধবার সন্ধ্যায় তিনি বাড়িতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। এসময় একই এলাকার সাফায়াত (৩০) নামে এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রকাশ্যে গোলাম রসূলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে তিনি পুলিশের হাতে আটক হন।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে সাফায়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।