বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ | ৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আবর্জনা-দূষণে জর্জরিত লৌহজং নদী, পরিচ্ছন্নতায় ২ হাজার সেচ্ছাসেবক

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের লৌহজং নদী দখল- দূষণে জর্জরিত নদীতে আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেছেন- টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের হাউজিং মাঠ এলাকায় লৌহজং নদীর ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন- টাঙ্গাইল (সদর- ৫) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

নদী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন (এসপি পদোন্নতিপ্রাপ্ত), টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হল আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

 

ছবি : ঢাকাপ্রকাশ

লৌহজং নদীর ৪ কিলোমিটার এলাকা নির্ধারণ করে টাঙ্গাইল শহরের হাউজিং ব্রিজপাড় থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার নদীর বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে বিডি ক্লিনের প্রায় ২ হাজার সদস্য অংশ নেন। এ কাজে সার্বিক সহযোগিতা করছে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও টাঙ্গাইল পৌরসভা।

স্থানীয়রা জানায়, লৌহজং নদীটি সদর উপজেলার যুগনী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ৭৫ কিলোমিটার দীর্ঘ। এক সময় শহরের নিরালা মোড় এলাকায় এ নদীর নৌবন্দর ছিল। দেশ-বিদেশ থেকে লঞ্চ, স্টিমার, জাহাজ ও বড় বড় নৌকা এ নৌবন্দরে ভিরতো। এখানে ছিল মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বর্তমানে এসব কিছুই যেন রূপকথার গল্প। দীর্ঘদিন ধরে নদীটি খনন না করায় নাব্যতা হারিয়েছে। এ সুযোগে দুই তীরের বাসিন্দারা কৌশলে প্রথমে ময়লা-আবর্জনা ফেলে দখল করছে। পরবর্তীতে স্থায়ী ভবন, দেওয়াল ও স্থাপনা নির্মাণ করছে। এছাড়াও বিভিন্ন মিল-কারখানা ও শহরের সব ময়লা আবর্জনা নদীতে ফেলে দূষিত করা হচ্ছে পানি।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এ ছাড়াও টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী ময়লা, আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে। এছাড়া কল-কারখানার বর্জ্যে নদীর পানি দূষিত হচ্ছে। ফলে নদীর পঁচা পানি প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর দুই তীরের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এর প্রভাব পড়ছে জীববৈচিত্রে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় ৭ বছর আগে নদী উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে প্রায় ৪ বছর ধরে কার্যক্রম না থাকায় অবৈধ দখলদাররা ফের জেঁকে বসেছে। ফলে নদীটি মৃত খালে পরিণত হয়েছে।

২০১৬ সালে জেলা প্রশাসনের সহায়তায় নদীটি দখল ও দূষণমুক্ত করার জন্য আন্দোলনে নামে স্থানীয়রা। ওই বছরের ২৯ নভেম্বর নদীটি দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন, তৎকালীন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। ওই সময়ে শহরের পুলিশ লাইনস হাজরাঘাট এলাকা থেকে বেড়াডোমা পর্যন্ত চার কিলোমিটার দখল ও দূষণমুক্ত করা হয়। গত চার বছরে আর কোনো কার্যক্রম না থাকায় নদীর পানি আর ব্যবহার উপযোগী নেই। নদীর স্বাভাবিক গতি হারিয়ে সরু খালে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। তিনি বলেন, ‘আমাদের দেশের দুইটি বড় রাজনৈতিক দল হল আওয়ামী লীগ এবং বিএনপি। আগে যারা বিএনপিকে সমর্থন করতো না, তারা আওয়ামী লীগকেই সমর্থন করতো। তবে, সবাই অপরাধে যুক্ত ছিল না।’

নুরুল হক নুর আরও বলেন, ‘আমার মতে, যারা সাধারণ ও অপরাধে যুক্ত ছিল না, তাদের নির্বাচন করার অধিকার থাকা উচিত। তাদের নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেওয়া উচিত। যারা গণহত্যায় বা অন্য কোন অপরাধে জড়িত ছিল না, তারা মনে হয় না পরবর্তীতে আওয়ামী লীগের নাম নিয়েও নির্বাচন করতে চাবে। তারা হয়তো বিএনপি বা অন্য কোনো দলের দিকে যাবে।’

তিনি জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বলেন, ‘কিছু কিছু জায়গায়, যেমন গোপালগঞ্জে, তাদের সুযোগ দেওয়া যেতে পারে, তবে আমি এটা বলছি না যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে কোনো জায়গা দেওয়া উচিত। দেশের সাধারণ জনগণ তাদের জীবন দিয়ে যে পরিবর্তন আনার জন্য আন্দোলন করেছে, সেখানে আওয়ামী লীগকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না।’

নুরুল হক নুর আরও সতর্ক করে বলেন, ‘যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তবে তারা আবার ক্ষমতায় আসলে আমাদের বিরুদ্ধে মামলা করবে। তাহলে আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম, জীবন দিলাম, তার কী মানে হবে?’

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল এখন সুবিধাবাদী হয়ে উঠেছে। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, অথচ তাদের মূল উদ্দেশ্য হল আওয়ামী লীগের ভোটগুলো হাতিয়ে নেওয়া। এটা স্পষ্টতই জুলাই আন্দোলনের সাথে প্রতারণা।’

Header Ad
Header Ad

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। আসন্ন অমর একুশে বইমেলায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং '‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’-এর সিদ্ধান্তক্রমে আজ ৯ই মাঘ ১৪৩১/২৩শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন-

১. কবিতা- মাসুদ খান

২. কথাসাহিত্য- সেলিম মোরশেদ

৩. নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা

৪. প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান

৫. শিশুসাহিত্য- ফারুক নওয়াজ

৬. অনুবাদ- জি এইচ হাবীব

৭. গবেষণা- মুহম্মদ শাহজাহান মিয়া

৮. বিজ্ঞান- রেজাউর রহমান

৯. মুক্তিযুদ্ধ- মোহাম্মদ হাননান

১০. ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ

অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Header Ad
Header Ad

বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

ফুটবল উৎসব ‘তারুণ্যের উৎসবের মধ্যমণি ভাবনা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জনগণের তোপের মুখে পড়েছিলেন বিতর্কিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী লীগ সমর্থক হিসেবে রয়েছে।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অ্যামপিউটি ফুটবল উৎসব ‘তারুণ্যের উৎসব ২০২৫’ -এ যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখানে আশনা হাবিব ভাবনাকে বাফুফের অনুষ্ঠানের মধ্যমণি করে ডাকা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফের ফেসবুক পেজ থেকে ভাবনাকে ট্যাগ করে অ্যামপিউটি ফুটবল উৎসবের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ভাবনা।

বাফুফে অ্যামপিউটি ফুটবল উৎসব ‘তারুণ্যের উৎসব ২০২৫

সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ভাবনা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করেছেন। একজনের ভাষ্য, ‘আলো আসবেই গ্রুপের অন্যতম শয়তান ভাবনাকে নিয়ে পুরস্কার দেয়া হচ্ছে। আমাদের কি ভুলে যাওয়ার রোগ হয়েছে? তরুণদের উপর গরম পানি ছুড়ে মারা সহ আওয়ামী পান্ডাদের সমর্থনে তার ভূমিকা আমাদের ভুলে যাওয়া চলবে না।’

এ বিষয়ে জানার জন্য ভাবনার সঙ্গে যোগাযোগের জন্য একাধিক বার মুঠোফোনে কল দেওয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ
‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ
আঁতাতের মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ
দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে: সেলিমা রহমান
মির্জা ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ ইসলাম
দেশের বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
দুর্বার রাজশাহীর কাছে অপ্রতিরোধ্য রংপুরের প্রথম হারের স্বাদ
যে ৭ ভুলে দ্রুত নষ্ট হবে আপনার শখের স্মার্টফোন
অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ যোগাতে সড়কে পিঠা বিক্রি করছেন নূর ছবি বেগম
‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কারাবন্দি হয়েছিলাম, এখন মেয়ের বয়স ১৫ বছর’
আবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানা গেল কবে-কোথায় বাড়বে শীত
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে
টাঙ্গাইলে মাদক কারবারি আনোয়ারের স্ত্রীকে গ্রেফতার, স্বামী পলাতক
টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ
শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই পাওয়া যাচ্ছে খোলাবাজারে!
ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক