টাঙ্গাইলে ইঞ্জিল বিকল, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিল বিকল। ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলে লোকাল ‘টাঙ্গাইল কমিউটার ট্রেনের’ ইঞ্জিল বিকল হওয়ার ঘটনা ঘটেছে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপাররত ঢাকা ও উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।
বঙ্গবন্ধু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান,টাঙ্গাইল কমিউটার ট্রেন বিকল হওয়ার ঘটনায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপাররত ঢাকা ও উত্তরবঙ্গমুখী বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে।
তিনি আরও জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭ টার পর ছেড়ে যায়। ট্রেনটি মেরামতের কাজ চলমান রয়েছে।
এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে, লোকাল নাইনটি নাইন ট্রেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্সেপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা পড়েছে।