ঘুমধুম সীমান্তে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন
ছবি সংগৃহিত
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেয়া হচ্ছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে মোটামুটি শান্ত। কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেনি আজও। তাই শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা বিবেচনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বছর সীমান্তে নিয়মিত ৪৬০ জন এবং অনিয়মিত ৪২জন পরীক্ষার্থীসহ মোট ৫০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে স্থানান্তরিত নতুন পরীক্ষা কেন্দ্র ১নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি স্কুলে।
এ সময় অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিড নুরী আলম মিনার, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি সীমান্তবর্তী পরীক্ষার্থীরা স্থানান্তরিত দুটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবে। জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রস্তাবিত প্রস্তাবনায় শিক্ষা মন্ত্রণালয়য়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।