নাটোরে অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ছবি: সংগৃহীত
নাটোরে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫০) এবং স্ত্রী রওশনা আরা (৪০)।
আহতরা হলেন- অটোরিকশাচালক নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার মৃত আলীর ছেলে ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর ডুমরাই গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা খাতুন। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহরের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিলো। গাড়িটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকসাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকসার যাত্রী রওশনারা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আব্দুর রহিম নামে অপর একজনকে চিকিৎসা মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ছাড়া মরদেহ দুইটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।