খাগড়াছড়িতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তে দুর্বৃত্তের গুলিতে দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছেন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রবি কুমার চাকমা ও বিমল চাকমা। গুলিবিদ্ধ হয়েছেন- ত্রিপল চাকমা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।