দিনাজপুরে শ্বশুরের মৃত্যুর খবরে মারা গেলেন পুত্রবধূ
ছবি সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর পুত্রবধূ ছমিরন বেগমের (৪৩) মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে প্যারালাইসিসসহ শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এর কিছু সময় শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পার্থ জ্বীময় সরকার তাকেও মৃত বলে ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন সাহেব আলী। এছাড়া বয়সের কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই বৃদ্ধ। শনিবার বিকেলে নিজ বাড়িতেই মারা যান সাহেব আলী। এর কিছু সময় পরে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তাদের প্রতিবেশীরা জানান, ইতোপূর্বেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল ছমিরন বেগমের। শনিবার বিকেলে কিছু সময়ের ব্যবধানে শ্বশুর ও ছেলের বউ মারা গেছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় দুজনের দাফন হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, সন্ধ্যার আগে পরিবারের লোকজন ছমিরন বেগমকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।