গাইবান্ধার ৫ আসনের লড়াইয়ে জয়ী হলেন যারা
ফাইল ছবি : ঢাকা প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসনের মধ্যে ৩টিতে নৌকা ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১১৪ কেন্দ্রে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে ১১৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবির ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ সরকার পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে ১৩৪ কেন্দ্রে ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মফিজুল হক সরকার পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৩৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৪৫ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।