রংপুর-৫ আসনে নৌকার রাশেককে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জাকির
ফাইল ছবি
রংপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। সংসদীয় আসনটির ১৫০ টি কেন্দ্রের ভোট গননা শেষে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। এই আসনে জাকির হোসেন সরকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশিকুর রহমান রাশেক।
রবিবার (৭ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় প্রাপ্ত ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা গেছে ।
সব কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ১৫০ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আশিকুর রহমান রাশেক নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ট্রাক প্রতীকে পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭০৯ ভোট। বিপুল ভোটে জাকির হোসেন সরকার বিজয়ী হবার পরেও ফলাফল ঘোষণা দিতে দেরি করায় এক পর্যায়ে সমর্থকরা বিক্ষোভ শুরু করেন।
জাকির হোসেন সরকার ও রাশেক রহমান ছাড়াও আসনটিতে আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন- জাতীয় পার্টির আনিছুর রহমান ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান ‘ডাব’, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম ম-ল ‘গামছা’, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত এনামুল হক ‘চেয়ার’, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া ‘একতারা’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আব্দুল ‘টেলিভিশন’ প্রতীক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন আজ সকাল ৮টা থেকে চালু হয়ে চলেছে বিকাল ৪টা পর্যন্ত।
এই সংসদীয় আসনটিতে (রংপুর-৫ মিঠাপুকুর) আওয়ামী লীগের মনোনয়োন পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলেন জাকির হোসেন সরকার। নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। গত ১৮ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি ।
জাকির হোসেন সরকার ৩৭ বছর ধরে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২য় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন