শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নওগাঁর ৫ আসনের লড়াইয়ে ৩টি আসনে নৌকা, ২টিতে ট্রাক জয়ী

নওগাঁর ৩টি আসনে নৌকা, ২টিতে ট্রাক জয়ী। ছবি: ঢাকাপ্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি আসনের মধ্যে ৫টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে নওগাঁ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সৌরন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ আসন থেকে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

নওগাঁ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেসরকারী জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান ট্রাক প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।

নওগাঁ-৩ আসনে নৌকা প্রতিকের প্রার্থী সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৪ হাজার ২৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ট্রাক ৪০ হাজার ৬৮২ ভোট।

নওগাঁ-৪ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৮০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী নহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।

নওগাঁ-৫ আসনে নৌকা প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতিকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট।

নওগাঁ-৬ আসনে ট্রাক (স্বতন্ত্র) প্রতিকের প্রার্থী ওমর ফারুক বেসরকারীভাবে জয়ী। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৬০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।

Header Ad
Header Ad

দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর নয়। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, সম্প্রতি নিপা ভাইরাস পরীক্ষার জন্য ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে নিপা ভাইরাস না পাওয়া গেলেও পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিওভাইরাসের লক্ষণ ও প্রভাব:

- এটি সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।
- আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে।
- জটিল ক্ষেত্রে নিউমোনিয়া ও এনকেফালাইটিস (মস্তিষ্ক প্রদাহ) হতে পারে।
- শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে।

অধ্যাপক তাহমিনা আরও উল্লেখ করেন যে, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেলেও তাদের রোগের সঠিক কারণ নির্ণয় করা যায়নি। নতুন এই ভাইরাস শনাক্তকরণ গবেষণাটি ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।

প্রসঙ্গত, রিওভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৫০ সালে এবং এটি শীতকালীন সময়ে বেশি সক্রিয়।

Header Ad
Header Ad

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রাকালে তাকে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট অফলোড করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “বিমানের লন্ডনগামী ফ্লাইটের আগে তার পাসপোর্ট অফলোড করা হয়। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।”

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। ছবি: সংগৃহীত

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ বিমান থেকে নামিয়ে দেয়। সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, “নাসরিন আক্তার নিপুণকে আটক বা গ্রেফতার করা হয়নি, কেবল জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিপুণ গণমাধ্যম থেকে দূরে ছিলেন। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়েছেন। তবে তার লন্ডনগামী ফ্লাইট বাতিলের ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Header Ad
Header Ad

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষার্থীর নাম আশরাফুজ্জামান নূর রিজভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেঘনা ভবনের দ্বিতীয় তলার ওয়াশরুমে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তিনি ভিডিও ধারণ করছিলেন। সন্দেহ হলে নারী শিক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। অভিযুক্তের মোবাইল তল্লাশি করে সেখানে ধারণকৃত কিছু অশ্লীল ভিডিও পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিজভী ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন। তবে শিক্ষার্থীদের চাপ ও উত্তেজনার মুখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল