যেসব কেন্দ্রে কোনো ভোট পড়েনি
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলছে ভোট গণনা। তবে রাঙামাটিতে দুটি ভোটকেন্দ্রে একটিও ভোট পড়েনি। কেন্দ্র দুটি হচ্ছে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
রবিবার (৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা যায়।
রাঙামাটির সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের কেন্দ্রে কোনো ভোটারই আসেননি। একটিও ভোট পড়েনি এখানে। কোনো প্রার্থীর পোলিং এজেন্টও ছিলেন না কেন্দ্রে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ভোটের ফলাফল হাতে পেলে শূন্য ভোটের বিষয়ে বিস্তারিত বলা যাবে।
এছাড়াও নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুঁইয়ো আদাম গ্রামে হাজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিটু দেওয়ানের সঙ্গে কথা হলে তিনি জানান, তার কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৩টি, যা মোট ভোটারের ১ শতাংশও নয়। একই অবস্থা রাঙামাটি আসনের প্রত্যন্ত এলাকার অধিকাংশ ভোটকেন্দ্রের।
এ ছাড়া রাঙামাটি সদর শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দক্ষিণ কুতুকছড়ি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলো ফাঁকা পড়ে আছে। ভোট গ্রহণ কর্মকর্তারা বেকার সময় পার করছেন। আশপাশে কোনো ভোটারের উপস্থিতি নেই।