পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যু
নিহত জাহাঙ্গীর পঞ্চাইত। ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের প্রচারনাকালে আওয়ামী লীগ সমর্থনকারীদের উপর স্বতন্ত্র সমর্থনকারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।
জানা গেছে, নির্বাচনী বিরোধের জের ধরে বুধবার (৩ জানুয়ারি) বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বুলু বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।