পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (৩১ ডিসেম্বর) ভোর রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এতথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
তিনি গণমাধ্যমকে বলেন, ভোর রাত ৩টার দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। নদীতে চলাচলকারী ফেরিগুলোর দিক নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকে আছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।