মুক্তিযোদ্ধাকে ‘ঘাড় মটকানোর হুমকি’: সমাজকল্যাণ মন্ত্রীকে শোকজ
ছবি: সংগৃহীত
লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মঙ্গলবার এই আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সহকারী জজ তাহমীদুর রহমান স্বাক্ষর এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৫ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ কাছে মন্ত্রীর নামে লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।
গোলাম মর্তুজা হানিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি লালমনিরহাট-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের সমর্থক।
নোটিশে বলা হয় হয়েছে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী নুরুজ্জামান আহমেদ বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে ঘাড় মটকানোর মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছেন। অভিযুক্ত প্রার্থীর বক্তব্য নির্বাচনি আচরণবিধির ১১ (ক) ধারার বিধান লঙ্ঘন করেছে।
অভিযুক্ত প্রার্থী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে কেন অনুসন্ধানপূর্বক নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না এই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
৩১ ডিসেম্বর রোববার সকাল ১১টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে মন্ত্রীকে।
অভিযোগের বিষয়ে গোলাম মর্তুজা হানিফ বলেন, “২৩ ডিসেম্বর রাতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার নির্বাচনি সভায় আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে।”
এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।
এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।