বুধবার, ৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নওগাঁয় শীতার্ত মানুষের পাশে সেনাবাহিনী

ছবি : ঢাকা প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ডিসেম্বর) বদলগাছী উপজেলার মিঠাপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে লাকী টাইগার্স এর আয়োজনে ১১পদাতিক ডিভিশন এবং বগুড়া এরিয়ার সৌজন্যে ২৬ পদাতিক ব্রিগেডের ব‍্যবস্থাপনায়

 

ছবি : ঢাকা প্রকাশ

কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্রিউসি, পিএসসি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ৭ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক মো. মাহমুদুজ্জামান, পিএসসি।

 

ছবি : ঢাকা প্রকাশ

সেনাবাহিনী কর্তৃক জানানো হয়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর,আধাইপুর এবং মথরাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের জন‍্য ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৫৭৫টি কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় এই এলাকার শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Header Ad
Header Ad

সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার

সাবেক এমপি মোরশেদ আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা

সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে পিটিয়ে আবারও পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে জামিনে মুক্তির পর সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার রাতে তিনি জেলখানা থেকে মুক্তি পান। জেলখানা থেকে মুক্তির পরই তাকে জেলগেট থেকে আটকে মারপিট করে ছাত্র-জনতা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ছাত্রজনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর একটি হত্যাচেষ্টা মামলায় তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। অধ্যাপক ডা. আব্দুল আজিজ ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাস। ছবি: সংগৃহীত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা প্রধান উপদেষ্টার প্রেস উইং দ্বারা নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে, তবে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর গ্রহণের পর তিনি অ্যাকসিলারেট এনার্জিতে স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যোগ দেন।

অ্যাকসিলারেট এনার্জি, যা যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত, পৃথিবীর অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এলএনজি সরবরাহ এবং রূপান্তরের জন্য ভাসমান টার্মিনাল এবং অবকাঠামো উন্নয়নেও কাজ করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ফিলিপাইন, সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে তাদের ব্যবসা রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি মোরশেদ আলম ডিবির হাতে গ্রেপ্তার
জামিনে মুক্ত হওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারও পুলিশে দিলো ছাত্র-জনতা
প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না: রেল উপদেষ্টা
গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তার ধ্বংস অনিবার্য: টুকু
বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিরামপুরে স্কাউটস দিবস পালিত
১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ
নাইজেরিয়ার বন্দুকধারীদের হামলায় ৫২ জন নিহত
এফডিসিকে পূর্ণাঙ্গ ফিল্ম সিটি বানানো হবে: উপদেষ্টা মাহফুজ আলম
গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না: আদালতে তুরিন আফরোজ
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক
টাঙ্গাইলে বিয়ের ১৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নেতানিয়াহুকে ট্রাম্প বললেন ‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি সই করল বাংলাদেশ
লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ম্যাক্স ও তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা