শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিজয় দিবসের রান্না করা খিচুড়ি খেতে পারলেন না আ.লীগ নেতাকর্মীরা

খিচুড়ি মাটিতে ফেললেন এমপি নিক্সনের সমর্থকরা। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস আজ (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। আর এই বিজয়ের দিন উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গার রশুবপুরা গ্রামে খিচুড়ির আয়োজন করা হয়। তবে রান্না করা খিচুড়ি খেতে পারলেন না কাজী জাফর উল্লাহ সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ওই গ্রামের নিক্সন চৌধুরীর সমর্থকরা উপস্থিত হয়ে নেতা কর্মীদের জন্য রান্না করা ২ ড্যাগ খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

কাজী জাফর উল্লাহর সমর্থক আওয়ামী লীগ নেতা ফিরোজ মাতুব্বর এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ সূত্রে জানা গেছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বাড়ির উঠানে একটি আলোচনা সভার আয়োজন করেন গ্রামের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে। এতে উপস্থিত নেতাকর্মীদের আপ্যায়নের জন্য শুক্রবার কয়েক ড্যাগ খিচুড়ি রান্না করা হয়।

খিচুড়ি মাটিতে ফেললেন এমপি নিক্সনের সমর্থকরা

 

পরে সন্ধ্যা ৭টার দিকে আলোচনা সভার শেষ পর্যায়ে ১০-১৫টি মোটরসাইকেলে করে নিক্সন চৌধুরীর সমর্থক বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সি, কবির মুন্সিসহ ১৫-২০ জন লোক হঠাৎ আলোচনা সভায় উপস্থিত হন। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিজয় দিবসের জন্য রান্না করা ২ ড্যাগ খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করেন তারা। এতে উপস্থিত নেতাকর্মী সবাই ছুটাছুটি করে সভাস্থল থেকে চলে যান।

এ বিষয়ে ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের এমন ক্ষমতার অপব্যবহার এটা নতুন কিছু নয়। ইতোপূর্বে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই।

এমপি নিক্সন চৌধুরীর সমর্থক ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সি বলেন, আমার গ্রামে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমি ফরিদপুর জেলা সদরে থাকি। ১৬ ডিসেম্বর সকালে এসে শুনতে পাই নৌকার সমর্থকেরা মিথ্যা অভিযোগ দিয়ে নিক্সন চৌধুরী সমর্থকদের হয়রানি করছে।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ওসি এমএ জলিল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

মাজার, বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও (হামলা) হচ্ছে, সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা টলারেট করবো না, আমরাদের অবস্থানটা খুব পরিষ্কার—এই ব্যাপারে শূন্য সহিষ্ণু।

উপদেষ্টা বলেন, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতি মাসে অনেকগুলো আয়োজন হচ্ছে। কোনো মাসে ৫২, ৭০, ৭৫। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এই মাসে ১২টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি। আগামী মাসে ২৪টি সাধু মেলা হবে। এটা আমাদের উদ্যোগ। এ ছাড়া, বেসরকারি উদ্যোগে হতেই থাকবে। শিল্প-সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার।

গত বুধবার ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে হামলা চালিয়ে মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র হামলা চালিয়ে ২০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।

Header Ad
Header Ad

বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা

ছবি: সংগৃহীত

শীতের সন্ধ্যায় সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ঢাকার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনের এক বিশেষ সংগীতানুষ্ঠান। এই আয়োজনে উচ্চাঙ্গসংগীত ও রবীন্দ্রসংগীতের পাশাপাশি ঠুমরি গানের সুরের মূর্ছনায় ভাসছেন শ্রোতারা।

প্রথম দিনটি ছিল ঠুমরি, দাদরা, কাজরি, চৈতি ও সাদ্রার পরিবেশনায়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি ঠুমরির বিশেষত্ব তুলে ধরে বলেন, "ঠুমরি এমন এক গান, যা নিজের অনুভূতিকে এমনভাবে ব্যক্ত করে যেন, শ্রোতার চোখে জল চলে আসে। এটি প্রেম, বিরহ ও দুঃখের গান, যা একান্ত অনুভূতির প্রকাশ।"

তিনি আরও জানান, ঠুমরির উৎপত্তি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রায়পুর, লক্ষ্ণৌ, গয়া ও বেনারস থেকে। বাংলায় ঠুমরি গানটি জনপ্রিয় করেছিলেন লক্ষ্ণৌর নবাব ওয়াজিদ আলী শাহ। ব্রিটিশ শাসকদের হাতে তিনি কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসিত হলেও তার সংগীত কর্ম আজও সমাদৃত।

এদিনের পরিবেশনায় অংশ নেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা, যারা প্রায় দশ বছর ধরে শাস্ত্রীয় সংগীত চর্চা করেছেন। সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ, সুপ্রিয়া দাশ, শৌণক দেবনাথ, ইসরা ফুলঝুরি খান, অভিজিৎ কুণ্ডসহ অন্যান্য শিল্পীরা। শুরু হয় সুস্মিতা দেবনাথের দাদরা 'বালামুয়া কিত গায়ে' দিয়ে, তারপর একে একে পরিবেশন হয় ঠুমরি, দাদরা, কাজরি, চৈতি এবং সাদ্রা।

আজ শুক্রবার অনুষ্ঠিত হবে রবীন্দ্রসংগীতের বিশেষ আয়োজন, যেখানে শ্রোতাদের গান শোনাবেন শিল্পী লাইসা আহমদ ও তাহমিদ ওয়াসীফ।

Header Ad
Header Ad

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল। ছবি: তামিম ইকবাল

রংপুরের কাছে ম্যাচ হেরে এমনিতেই মেজাজ বিগড়ে ছিল তামিমের। শেষ ওভারে তিন চার তিন ছক্কায় ম্যাচ বের করেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপরই হেলসের সঙ্গে তামিমের বাদানুবাদ শুরু হয়।

বিপিএলের নতুন করে আলোচনায় ক্রিকেটার তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ শেষে অ্যালেক্স হেলসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বা হাতি এই দেশ সেরা ওপেনার । এই ঘটনায় আচরণবিধির লংঘন হওয়ায় শাস্তি দেওয়া হয়েছে তামিম ইকবালকে। সেইসঙ্গে সতর্কও করা হয়েছে।

বরিশাল দলীয় সূত্রে জানা গেছে, করমর্দনের সময় হেলস এমন একটি ভঙ্গি করেন, যা তামিমের কাছে অপমানজনক মনে হয়েছিল। তামিম তখন হেলসকে বলেন, ‘কিছু বলার থাকলে সরাসরি মুখে বলো... এই ভঙ্গি কেন?’

পেনাল্টি থেকে গোল করে নতুন বছর শুরু রোনালদোরপেনাল্টি থেকে গোল করে নতুন বছর শুরু রোনালদোর
এভাবেই দুজনের মাঝে বাদানুবাদ শুরু হয়। পরে তামিম উত্তেজিত হয়ে পড়েন। তাকে থামানোই যাচ্ছিল না। বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা এবং তার সতীর্থরা এসে তামিমকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব ম্যাচ রেফারি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

তামিম ইকবাল দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি তামিমকে সতর্ক করা হয়েছে। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে অ্যালেক্স হেলস বলেছেনম ‘এটা লজ্জাজনক’। এরপর তামিমও গণমাধ্যমকে বলেছেন, জুনিয়র একজন ক্রিকেটারকে বারবার অ্যাবিউজ করায় হেলসের ওপর তিনি চটে যান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের