বিসিএস ক্যাডার রুবেলের প্রাণ কাড়লো সেলফি পরিবহন

মোহাম্মদ রুবেল পারভেজ ও ঘাতক বাস। ছবি: সংগৃহীত
দুই বাসের রেষারেষিতে প্রাণ হারালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রুবেল পারভেজ। ৪১তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) সুপারিশপ্রাপ্ত ছিলেন তিনি।
সেলফি পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে গেল রুবেল পারভেজের জীবন। সেই সঙ্গে বাবার আদর বোঝার আগেই এতিম হয়ে গেল তার ১৬ মাসের মেয়ে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাই বাসস্ট্যান্ডে (প্রেসক্লাবের সামনে) সেলফি পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন ৩ পথচারী। তার মধ্যে একজন হলেন বিসিএসে সুপারিশ প্রাপ্ত রুবেল পারভেজ।
নিহত রুবেলের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। স্ত্রী ফারজানা, মেয়ে ফারিহা আর মাকে নিয়ে ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। মানিকগঞ্জে একটি বেসরকারি ব্যাংকের এমটিও পদে কর্মরত ছিলেন রুবেল।
সাভার হাইওয়ে থানা পরিদর্শক (তদন্ত) শেখ আবু হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাস স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রুবেল। এ সময় ঢাকাগামী একটি পরিবহনের দুই বাস রেষারেষি করে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাবির সাবেক শিক্ষার্থী রুবেল মারা যান।
নিহতের স্ত্রী ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের বিয়ে হয়েছে দুই বছরের একটু বেশি। আমাদের সন্তানের বয়স মাত্র ১৬ মাস। মেয়েটা প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করতো। ওর বাবা বাসায় আসার সঙ্গে সঙ্গে পুরো ঘর যেন বেহেস্ত হয়ে যেতো আমাদের। এখন রাইসা কার জন্য অপেক্ষা করবে, আমার মেয়েটা বাবার আদর বোঝার আগেই এতিম হয়ে গেল। আমরা এখন কি নিয়ে বাঁচব আমার অবুঝ মেয়েটাকে আমি কি দিয়ে বোঝাব।
