মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রংপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের মনোনয়ন বাতিলের ঘোষণায় উত্তেজনা

মনোনয়ন বাতিলের ঘোষণায় উত্তেজনা। ছবি: সংগৃহীত

রংপুরের তিনটি আসনে স্থগিত করা ছয়টি মনোনয়নপত্রে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। এদিকে সিন্ধান্ত জানানোর সময় নানা নাটকীয় ঘটনার অভিযোগ উঠেছে। এ সময় এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা নিয়ে সভা স্থলে তৈরী হয়েছে তুমুল হৈচৈ, হট্টগোল ও উত্তেজনা।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিটানিং অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয় নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরেও বিক্ষোভ হয়।

প্রত্যক্ষদর্শী, প্রার্থী ও তাদের সমর্থকরা অভিযোগ, রংপুরের ১, ৩, ৫ ও ৬ আসনে ছয়টি মনোনয়নপত্রে বিভিন্ন ক্রটির কারণে স্থগিত করা ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোবাশ্বের হাসান। সোমবার ছিল স্থগিত থাকা ছয়টি মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা।

মনোনয়ন বাতিলের ঘোষণায় উত্তেজনা

 

রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাকির হোসেন অভিযোগ করে বলেন, তার মনোনয়ন পত্রসহ ছয়টি স্থগিত করে রাখা মনোনয়নপত্র সম্পর্কে ঘোষণা দিন ধার্য করা হয়। তবুও সোমবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত রিটানিং অফিসার অফিসে আসেননি। স্থগিত হওয়া প্রার্থীরা দিনভর ঘোরাঘুরি করে তার সাক্ষাৎ পায়নি। পরে বিকেল ৪টা ২মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটানিং অফিসার এসে স্থগিত থাকা মনোনায়ন পত্রগুলোর মধ্যে একটি বাতিল ও পাঁচটি বৈধ ঘোষণা করে দ্রুত চলে যান। কিন্তু তিনি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো।

তিনি আরও বলেন, কেন হলো তা না জানিয়ে দ্রুত তার চেম্বারে চলে গেলে প্রার্থী ও তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা জেলা প্রশাসকের চেম্বারের সামনে গিয়ে পুরো বিষয় জানতে চান। এ সময় অর্ধশতাধিক প্রিন্ট ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা রিটানিং অফিসারের বক্তব্য নেবার জন্য তার চেম্বারের সামনে গেলে তিনি তার চেম্বারে না বসে তার এক ম্যাজিস্ট্রেটের চেম্বারে জেলা নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজন দীর্ঘক্ষণ দরজা বন্ধ আলোচনা করেন। প্রায় এক ঘণ্টা পর রিটানিং অফিসার বিকেল সাড়ে ৫টার দিকে আবারো সম্মেলন কক্ষে এসে জানান ছয়টি আসনে ৪৯টি দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে নয়টি আগেই বাতিল করা হয়েছে। আজ শুধু রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের দাখিল করা কাগজপত্রে তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হলো বলে ঘোষণা দেন। এ সময় সভা স্থলে তুমুল হৈচৈ ও হট্টগোল আর উত্তেজনা সৃষ্টি হয়। 

জাকির হোসেন আরও বলেন, তিনি কোনো তথ্য গোপন করেননি। তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে তার মনোনয়নপত্র বৈধ করার আহ্বান জানান। এ সময় সভাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

একপর্যায়ে রিটানিং অফিসার জেলা প্রশাসক মোবাশ্বের হাসান স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনকে সাথে নিয়ে তার চেম্বারে প্রায় দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে তাকে আপিল করার কথা বলেন।

এ ব্যাপারে গনমাধ্যম কর্মীরা সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করে রিটানিং অফিসার জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের বক্তব্য জানানোর জন্য অপেক্ষা করার কথা বলেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

Header Ad

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করেছেন শিক্ষার্থীরা। সাত কর্মদিবসের মধ্যে বিষয়টি যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হওয়ায় এই ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে তিতুমীর কলেজের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের পর সময়সীমা নির্ধারণ করে কাজ শুরু করবে।

তিতুমীর ঐক্যের সদস্য মতিউর রহমান জয় জানান, “সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তকে আমরা ইতিবাচক মনে করছি। সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস পাওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করছি। তবে, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হলে আমরা আবারো বৃহৎ আন্দোলনে যাব।”

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা গত সোমবার (১৮ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবি উপেক্ষিত হওয়ায় তারা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হন।

শিক্ষার্থীদের ১৪ সদস্যের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।

আন্দোলনের অন্যতম সংগঠক জাভেদ ইকবাল বলেন, “সরকারের পক্ষ থেকে আলোচনা করার আহ্বানে আমরা সাড়া দিয়েছি। তবে যদি প্রতিশ্রুতির বাস্তবায়ন না হয়, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হলে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

Header Ad

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা করেছে। আজ মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন আজ সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে। পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি।

বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বেলা ৩টা ২৫ মিনিটে এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কি না, সেটা তারা নিশ্চিত করেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে আজই এই হামলার আগে রাশিয়ার পরমাণুনীতিতে পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র হামলা চালানোর ঝুঁকি তৈরি হয়েছে।

Header Ad

দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য

ছবি: সংগৃহীত

কর্মী সংকটের কারণে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ জার্মানি। এই সংকটের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে বার্লিন। দক্ষ কর্মীদের অভিবাসনের জন্য দরজা খুলে দিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ২০২৪ সালের মধ্যে ২ লাখ দক্ষ কর্মীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার জানিয়েছেন, নতুন নিয়মের আওতায় দক্ষ পেশাজীবী ও তরুণ শিক্ষার্থীরা সহজেই জার্মানিতে কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন।

২০২৩ সালে জার্মানি ১ লাখ ৭৭ হাজার পেশাদার ভিসা ইস্যু করেছিল। চলতি বছর এই সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘমেয়াদে জনবল সংকট মোকাবিলার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বর্তমানে দেশটিতে ১৩ লাখ ৪০ হাজার চাকরির পদ খালি রয়েছে।

জার্মানি নতুন পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে। ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং বয়সের ভিত্তিতে আবেদনকারীরা এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকরা জার্মানিতে চাকরি খোঁজার পাশাপাশি পড়াশোনার সুযোগ পাবেন।

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ চাকরির সুযোগ পেয়েছেন বিদেশি কর্মীরা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকরাও সরাসরি যোগ্যতার ভিত্তিতে জার্মানিতে কাজের সুযোগ পাবেন।

দক্ষ কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জার্মানি। আগামী ২০২৫ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জার্মান সরকারের এই পদক্ষেপ দক্ষ পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ইউরোপে নতুন সুযোগ তৈরি করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এটি শুধু জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে না, বরং অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন দিগন্তও উন্মোচন করবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২০০ টাকা
শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগে ফ্যাসিষ্ট হয়েছিলেন: মির্জা ফখরুল