স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা !
নিহত যুবক সিদ্দিক মিয়া। ছবি: সংগৃহীত
স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে ভৈরবের ঘোড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম সিদ্দিক মিয়া (২৬)।
নিহতের মা রাশেদা বেগম জানান, সোমবার বেলা ৩টায় সিদ্দিক রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। গভীর রাতে ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। আজ ভোর ৫টায় একটি শব্দ শুনে ছেলের ঘরে গিয়ে দেখি, বাঁশের আড়ায় ঝুলে সিদ্দিক ছটফট করছে। তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মহব্বত আলী জানান, ৫ বছর আগে সিদ্দিক মিয়ার সঙ্গে বাজিতপুর পোড়াকান্দা এলাকার নূরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার বেগমের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। সিদ্দিক মিয়া মাদকাসক্ত ছিলেন। কারণে ১৫ দিন আগে শামসুন্নাহার বাবার বাড়িতে চলে যান। বাবার বাড়ি থেকে স্ত্রীকে আনতে ব্যর্থ হওয়ায় সিদ্দিক মিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।