বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

২০ কোটি টাকায় আ.লীগের মনোনয়ন দিচ্ছিলেন বাবা-মেয়ে

মনোনয়ন দেওয়ার আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবা ও মেয়ে আটক করেছে ডিবি। ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের টার্গেট করে ফাঁদ পেতে ছিলেন মোহাম্মদ ইয়াসিন ও সুমাইয়া ইয়াসমিন। সম্পর্কে তারা বাবা-মেয়ে। তবে তাদের শেষ রক্ষা হয়নি, নোয়াখালী থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান জানান, নম্বর ম্যানেজ করে মনোনয়ন প্রত্যাশীদের কল করতেন ইয়াসিন-সুমাইয়া। একটি বিশেষ অ্যাপের সহায়তায় মোবাইলে ভেসে উঠতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তির নাম ও ছবি। এরপর কণ্ঠ নকল করে টাকা চাওয়ার পালা।

তিনি জানান, সবশেষ এক মনোনয়ন প্রত্যাশীর কাছে কল করে চাওয়া হয় ২০ কোটি টাকা। টাকা দেয়ার আগে দেখা করতে বলা হয়। তবে সেই ফাঁদে পা না দিয়ে ভুক্তভোগী অভিযোগ করে গোয়েন্দা পুলিশের কাছে। আর সেই সূত্র ধরেই বাবা ও মেয়েকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। অনেকেই মনোনয়ন ফরম কিনেছেন। আর এটাকে ঘিরে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। অল্প সময়ে ধনী হওয়ার স্বপ্নেই মনোনয়ন প্রত্যাশীদের টার্গেট করেছে চক্রটি।

মনোনয়নপ্রত্যাশীদের নিজ নিজ রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার প্রথম দিনের সভায় রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ আসনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করা হয়। টানা তিন দিন চলবে এ বৈঠক। শেষ হবে শনিবার (২৫ নভেম্বর)। সব আসনের মনোনয়ন চূড়ান্ত করে সব প্রার্থীর নাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Header Ad

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ

ছবি: সংগৃহীত

বিশ্বের ৭৪টি দেশের হাফেজদের পেছনে ফেলে কুয়েতে অনুষ্ঠিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। ছিগারুল হুফফাজ গ্রুপে (৮-১২ বছর বয়স) চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নেন বাংলাদেশের প্রতিযোগীরা।

হাফেজ আনাস মাহফুজ ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। গোপালগঞ্জের এই প্রতিভাবান কোরআন হাফেজ এর আগেও ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তার এই অসাধারণ সাফল্যে পুরো দেশ গর্বিত।

এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপেও বাংলাদেশ উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তার এ কৃতিত্ব বাংলাদেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “আনাসের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব। আল্লাহ যেন তাকে এবং আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।”

প্রসঙ্গত, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’ ১৪ নভেম্বর শুরু হয়। এতে অংশগ্রহণকারী ৭৪ দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের সাফল্য কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধার প্রতিফলন

Header Ad

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে।

অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না। প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছি। সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে- একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার।

দ্রুতই নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, কমিশন তার মতো চলবে। সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। তবে সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, (রাজনৈতিক) সমঝোতা হতে হবে।

তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে। সমঝোতার চেষ্টা চলতে থাকবে, কোনটা তারা চান, কোনটা চান না। সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারবে তার ওপর।

Header Ad

মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের ৩৭৯তম অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

বুধবার (২০ নভেম্বর) বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচে স্ক্যালোনির দল বছরের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল আর্জেন্টিনাকে।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-মার্টিনেজরা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জন্য জয়ের নায়ক হয়ে ওঠেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৫৫ মিনিটে মেসির ক্রস থেকে হাফ ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এদিন মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৮তম অ্যাসিস্ট করেন, যা তাকে ল্যান্ডন ডোনোভানের সঙ্গে যৌথভাবে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় নিয়ে এসেছে।

এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।

উরুগুয়ের হয়ে ম্যাচের ৫৫ মিনিটে ফেদরিকো ভালভার্দে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৬২ মিনিটে গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। এর পরেও আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলের ফরোয়ার্ডরা।

১২ ম্যাচে ৫ জয় ও ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল বাছাইপর্বের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে।

আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে বছর শেষ হলেও ব্রাজিলের জন্য এটি হতাশার এক অধ্যায় হয়ে থাকল।

Header Ad

সর্বশেষ সংবাদ

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ