কুষ্টিয়ায় প্রভাষকের বিরুদ্ধে কলেজছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রাকিবুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টির জেরে কলেজ ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ডিগ্রি পাস এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গত বুধবার (১৯ জানুয়ারি) দায়িত্বে না থাকার পরও পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করেন প্রভাষক রাকিবুল ইসলাম। পরীক্ষা শেষে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের এক ছাত্রীকে কৌশলে একটি ফাঁকা কক্ষে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেন রাকিবুল। ছাত্রী বিষয়টি এড়িয়ে গিয়ে কক্ষ থেকে বের হতে চাইলে প্রভাষক রাকিবুল তাকে জড়িয়ে ধরেন। এসময় ছাত্রীটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেন রাকিবুল। কিন্তু ঘটনাটি আশেপাশে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা টের পেয়ে যান। আস্তে আস্তে তা পুরো কলেজপাড়ায় আলোচনা-সমালোচনায় রূপ নেয়।
পরে শিক্ষার্থীরা প্রভাষক রাকিবুলের বিরুদ্ধে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। অধ্যক্ষ বিষয়টি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষকে অবহিত করেন এবং প্রভাষক রাকিবুলের শাস্তি চান। এরপর কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ অভিযুক্ত প্রভাষক রাকিবুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং তাকে সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এদিকে, একজন শিক্ষক হয়ে ছাত্রীর সঙ্গে এমন আচরণ করার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, ‘আমি প্রিন্সিপ্যাল স্যারের কাছে অভিযোগ জানিয়েছি। তিনিই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক এ ঘটনার জন্য ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ নওয়াব আলী বলেন, ‘কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি প্রভাষক রাকিবুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।’
এ ব্যাপারে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মনজুরুল কাদেরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই ছাত্রীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ইসলামিয়া কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবহিত করেছি। জেলা ম্যাজিস্ট্রেট বর্তমানে ঢাকায় আছেন। তিনি ফিরলে তার সঙ্গে কথা বলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/এমএসপি