হরতালে চট্টগ্রাম মহানগর মহিলা দলের বিক্ষোভ মিছিল

ফাইল ছবি
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি।
এরি ধারাবাহিকতায় বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে নয়া বাজার বিশ্বরোডের মোড় থেকে সাগরিকা মোড় পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম মহানগর মহিলা দল।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা দলের দেওয়ান মাহমুদা আক্তার লিটা, বেগম ফাতেমা বাদশা, জেসমিনা খানম,আখি সুলতানা ।
