গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ঢাকায় গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড
নিজস্ব ছবি : ঢাকা প্রকাশ
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিককে ডিবি পুলিশ ঢাকা থেকে বুধবার (১৫ নভেম্বর) সকালে গ্রেপ্তার করে।
আজ ডিবি পুলিশ তাকে শাহজাহানপুর থানায় গ্রেফতার দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা সিএমএম কোর্টে আব্দুল আশেক ইমামের আদালতে রিমান্ড শুনানি জন্য উঠানো হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও জানা যায় যে, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিককে বিরুদ্ধে গাইবান্ধা সদর থাকায় বিস্ফোরক আইনে আরও ২টি মামলা রয়েছে।
এছাড়াও, গত কয়েকদিনের অবরোধ কর্মসূচিতে নাশকতার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৩ জামায়াত, বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জামায়াত ২৮ ও বিএনপি ১৫ জন নেতাকর্মী রয়েছে।