শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘স্ত্রীর মরদেহ বাড়িতে এনে শুনি হাসপাতালে আমার মেয়েটাও মারা গেছে’

ফাইল ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মেয়ে সাদিয়া বেগম (১২) ও এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মা সালমা বেগমের (৪০) মৃত্যু হয়।

মৃত দুইজন দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নেহালগঞ্জ গ্রামের দিনমজুর সিরাজুল ইসলামের স্ত্রী সালমা বেগম এবং তাদের মেয়ে সাদিয়া। গতকাল বুধবার দুপুরের দিকে নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

দিনমজুর সিরাজুল ইসলাম বলেন, ডেঙ্গু থেকে আমার স্ত্রী ও ১২ বছরের মেয়েকে বাঁচাতে পারলাম না। আমি ছিলাম ঢাকায়। কয়েক দিন ধরেই আমার স্ত্রী বলেছিল তার শরীর অনেক খারাপ, গায়ে জ্বর। এর মাঝে আমার মেয়েটাও অসুস্থ হয়। আমার মেয়েকে নাপা ট্যাবলেট খাওয়ানো হয়েছিল। কিন্তু তারপরও সুস্থ না হলে প্রাইভেটভাবে ডাক্তার দেখানো হয়। তারা দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে বলে। সেখানে ভর্তির পর স্বাস্থ্যের উন্নতি না হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার স্ত্রী ও মেয়ে দুজনই চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার স্ত্রী মারা যায় এরপর বুধবার মেয়েও মারা যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার স্ত্রীর মরদেহ বাড়িতে এনে ভোর ৪টা দিকে শুনি হাসপাতালে আমার মেয়েটাও মারা গেছে। তারপর তাদের এক সঙ্গে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমি আল্লাহর কাছে বলি এরকম যে কারো সঙ্গে না হয়।

বহরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল মল্লিক বলেন, আমার জানামতে এই পরিবারটি তেমন সচেতন না। কয়েকদিন ধরে অসুস্থ ও জ্বর থাকায় স্থানীয়ভাবে ডাক্তার দেখিয়েছে, তারপর বেশি আক্রান্ত হলে দশমিনা উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা বরিশালে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই মা-মেয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, এই রোগীরা যখন আমাদের এখানে ভর্তি ছিল তখনই বেশি আক্রান্ত ছিল। গ্রামের মানুষ তো সচেতন কম ছিল। তারা স্থানীয়ভাবে জ্বরের চিকিৎসা চালিয়েছে। আমাদের কাছে যখন এসেছে তখন অবস্থা ভালো ছিল না। এজন্য আমরা বরিশালে রেফার করেছি। আমরা শুনেছি তারা দুজনেই মারা গেছেন তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।

Header Ad
Header Ad

প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর

ছবি: সংগৃহীত

খুলনা টাইগার্স অবশেষে তাদের বহু প্রতীক্ষিত জয় তুলে নিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে, আর সেই সঙ্গে রাজশাহীকে কাঁদিয়ে বিদায় জানিয়েছে। আগের কয়েকটি ম্যাচে জয়ের কাছে গিয়েও হেরে যাওয়া খুলনার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মেহেদি হাসান মিরাজের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়। ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। লিটন কুমার দাস মাত্র ১০ রান করে ফেরেন। শেষ দিকে সাব্বির রহমান (২০) ও মেহেদি হাসান রানার (১৩) ব্যাটে ভর করে কোনোভাবে ১২৩ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নাইম শেখ আউট হয়ে ফেরেন সাজঘরে। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট হারালে ম্যাচ জমে ওঠে। তবে এখান থেকেই সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মিরাজ। ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

ঢাকার এই হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহী। ১২ ম্যাচে খুলনা ও রাজশাহীর পয়েন্ট সমান ১২ হলেও নেট রান রেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মিরাজের দল। বিপিএলের শীর্ষ চারে এখন রয়েছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।

Header Ad
Header Ad

অমর একুশে বইমেলার পর্দা উঠল  

ছবিঃ সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’-প্রতিপাদ্য নিয়ে অমর একুশে বইমেলার দুয়ার খুলেছে। কয়েক দশকের ধারাবাহিকতায় ফেব্রুয়ারির প্রথম দিন এক মাসের জন্য শুরু হয়েছে বাংলা ও বাঙালির প্রাণের এ মেলা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে প্রাণের বইমেলা। এবার সবচেয়ে বড় বইমেলা আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি।

বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হবে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল।

 

Header Ad
Header Ad

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার (১ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এবং রাষ্ট্র চলছে না। তিনি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ওই সভায় এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, "এই সরকার থেকে আপনি কী আশা করেন?" বর্তমান সরকার কী করতে চায়, তা তারা নিজেরাও জানে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, "রাষ্ট্র চলছে না" এবং বর্তমান সরকারের গোলক ধাঁধার মধ্যে পড়ার কথা উল্লেখ করে বলেন, সরকারের নানা সংস্কারের মাধ্যমে পরিস্থিতি পরিষ্কার হলেও মূল সমস্যা সমাধান হয়নি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন যে, "১৬ বছর ক্ষমতায় থাকা সরকারের লোকজন প্রশাসনের সহায়তায় দুর্নীতি ও লুটপাট করেছে," এবং সেই প্রশাসনের লোকেরা এখনও তাদের জায়গায় আছেন, যার কারণে দুর্নীতি এখনও চলছে।

তিনি আরও বলেন, "আগের যে নিয়ম-নীতি তৈরি হয়েছিল, তা দিয়েই এখন সরকার চলছে।"

গয়েশ্বর চন্দ্র রায় প্রশ্ন তোলেন, "১৭ বছর ধরে মানুষ কেনো নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলার শিকার হয়েছে?" তিনি বলেন, এই সবার মূল কারণ হলো ভোটাধিকার ও স্বাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা।

তার মতে, একমাত্র "অবাধ ও সুষ্ঠু নির্বাচন" ছাড়া এই সরকারের দায়িত্বে আস্থা রাখা সম্ভব নয় এবং তা জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করছে।

তিনি সরকারের কাছে আবেদন জানান, "রাজনৈতিক বিষয়টি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া" এবং নির্বাচনের গুরুত্ব বুঝতে হবে।

সভায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী এবং আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার রুহুল আমিন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
রাজধানীতে তিন বছরের মেয়েকে হত্যা, মা আটক
রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত