স্বেচ্ছাসেবকলীগ নেতার গায়ে পুলিশের ভেস্ট, এসআই প্রত্যাহার
ছবি: সংগৃহীত
বগুড়ার ধুনটে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট (ভেস্ট) পরা ছবি ফেসবুকে আপলোড করে সাজেদুল ইসলাম সাগর (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতা। পরে ছবিটি ভাইরাল হয়ে গলে তা প্রশাসনের নজরে আসলে পুলিশ তাকে আটক করে। এদিকে এ ঘটনায় বগুড়ার ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে কর্তব্যে অবহেলার অভিযোগে তাকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাকে ধুনট থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সাজেদুল ইসলাম নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলিশের ভেস্ট পরে ছবি তোলেন। পরে সেই ছবি তিনি ফেসবুকে আপলোড করেন। সাজেদুল ইসলাম বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে ফোর্স নিয়ে পিকেট ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় শহিদুল জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের ওপর রাখেন। সেখানে সাজেদুল কৌশলে জ্যাকেটটি পরে ছবি তোলেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ডেইলি স্টোরিতে এবং পরিবর্তীতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।
পরে থানা পুলিশ মঙ্গলবার রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুলকে আটক করে থানায় নিয়ে আসে। ফেসবুক ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নেয়া হয়েছে। সাজেদুল জানান, পুলিশের জ্যাকেটটি গায়ে দিয়ে কৌতূহলবশত ছবি তুলেছি এবং ফেসবুকে পোস্ট করেছি। জ্যাকেটটি গায়ে দিয়ে বিট পুলিশিং কার্যালয়ের বাইরে যাইনি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ফেসবুকে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছবি আপলোড দেওয়ায় সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়ে তিনি ভুল স্বীকার করেন। এরপর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত করে কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।