বিএনপির মিডিয়া সেলের সদস্য রাশেদ রহমান আটক
ছবি: সংগৃহীত
বিএনপির ডাকা সারা দেশ ব্যাপি তিন দিনের অবোরোধ কর্মসূচির শেষ দিন আজ। কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বগুড়ায় অবরোধ কর্মসূচি থেকে বিএনপির মিডিয়া সেল ও শহর যুবদলের সদস্য রাশেদ রহমানকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে তাকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সন্ধ্যায় সদর থানার এসআই রহিম উদ্দিন জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, রাশেদ রহমান বগুড়ার শেরপুর উপজেলার আরডিএ কলেজপাড়া, কানপুরের গোলাম রহমানের ছেলে। তিনি বগুড়া শহর যুবদলের সদস্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তাকে (রাশেদ) বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ও বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে দলীয় কর্মকাণ্ড লাইভের দায়িত্ব দিয়েছেন।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরে যেতে বললে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ১২টার দিকে রাশেদ রহমান সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উস্কানিমূলক ভিডিও লাইভ করতে থাকেন। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ দাবি করেন, রাশেদ রহমান গত ৩১ অক্টোবর বগুড়ার মাটিডালি ও বাঘোপাড়ার সহিংসতার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।
তবে বিএনপির মিডিয়া সেলের অন্য সদস্যরা জানান, ওই দিন রাশেদ মাটিডালি ও বাঘোপাড়ায় দায়িত্ব পালন করেননি। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।