অবরোধের দ্বিতীয় দিন: সড়কে বেড়েছে মানুষ ও যান চলাচল
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন রাস্তার চিত্র। ছবি: সংগৃহীত
সারাদেশে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। সেই সঙ্গে সড়কে বেড়েছে মানুষের চাপ।
রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন: খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকার রাস্তায় অনেককে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। এদিকে গতকালের চেয়ে সড়কে প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে। এসময় বেশ কিছু বাসও চলতে দেখা গেছে।
সকাল আটটায় ফার্মগেটে অনেককে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়াও তেজগাঁও ট্রেন স্টেশন হয়ে কমলাপুরের দিকে যেতে দেখা গেছে ট্রেন।
এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বনানী, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে গাড়িতে করে পুলিশ ও র্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।