সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অবরোধ: চলছে ট্রেন, যাচ্ছে লঞ্চ, ছাড়ছে না দূরপাল্লার বাস

ছবি : সংগৃহীত

আজ থেকে সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এ অবরোধ কর্মসূচি চলবে ৩ দিন। অবরোধ কর্মসূচির প্রথমদিন সকাল পৌনে ৯টা পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল কম দেখা গেছে। সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম। রাজধানীর সায়দাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।

তবে দূরপাল্লার বাস না চললেও কমলাপুর থেকে সময়মতো ছেড়ে গেছে ট্রেন। এদিন যাত্রীর সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। অতি প্রয়োজনে যারা ট্রেনে চেপে ঢাকা ছেড়েছেন তাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা গেছে। ট্রেনে চলাচল নিরাপদ করতে রেলওয়ে পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনী কাজ করলেও উৎকণ্ঠা দেখা গেছে যাত্রীদের মধ্যে।

তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চগুলো সদরঘাট থেকে ছাড়তে দেখা গেছে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও ঘাটে পৌঁছাতে দেখা গেছে। ভোর থেকেই চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা অভিমুখে লঞ্চ ছেড়ে গেছে সদরঘাট থেকে। লঞ্চ চলাচলের পাশাপাশি বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ শুরুর প্রথম দিন আজ সকালে চট্টগ্রাম নগরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, চট্টগ্রাম নগরের সল্টগুলা ক্রসিং এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন।

আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আর গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা ট্যানারি বটতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

বাবা ফরহাদ হোসেনের সঙ্গে অভিনেত্রী রুনা খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবা ফরহাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।’

ফরহাদ হোসেন ব্যক্তি জীবনে একজন সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এবং ভক্তরা। অভিনেত্রী তিন্নি তার শোকবার্তায় লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শান্তিতে থাকুক।’ অভিনেত্রী শ্রাবন্তীও সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।’

এছাড়া রুনা খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Header Ad
Header Ad

ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ই মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন করেন তারা।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা 'তুমি কে, আমি কে- আছিয়া আছিয়া', 'রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে' ইত্যাদি বিভিন্ন স্লোগান দেয়।

এব্যাপারে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল বলেন, 'আমরা শুধু আছিয়ার বিচারের জন্য না বরং এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে সবার শাস্তি চেয়ে এখানে দাঁড়িয়েছি।

কুবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুত বিচার নিশ্চিত করেন। যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন আমরা যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাবো।'

সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, 'আছিয়াসহ সকল ধর্ষিতার বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মসনদে গিয়ে নির্বাচন না দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলতে চাই সুষ্ঠু তদন্ত করে ১৫ দিনের মধ্যে আছিয়া ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।'

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'এই পর্যন্ত যত ধর্ষণ হয়েছে কোনো ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। তাই এই ধরনের ঘটনা বারবার ঘটতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার সুষ্ঠু বিচার চাই। দ্রুততম সময়ের মধ্যে আছিয়ার বিচার নিশ্চিত করতে হবে।'

Header Ad
Header Ad

শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল এলাকায় অনিয়মের মাধ্যমে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দাখিল করেছে।

দুদকের চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং তার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন ও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা এই চার্জশিটের আওতায় আছেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামিরা তাদের সরকারি পদমর্যাদার অপব্যবহার করে, বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ৬টি প্লট বরাদ্দ পেয়েছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২, ১৩, ও ১৪ জানুয়ারি এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল এবং এরপর থেকে চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছিল।

এদিকে, এই অভিযোগে রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে, যেখানে শেখ হাসিনা এবং তার পরিবার রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে প্লট বরাদ্দের অনিয়ম করেছে বলে দাবি করা হচ্ছে।

দুদক এই ঘটনায় নতুন করে অনুসন্ধান শুরু করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে আরও অনুসন্ধানের নির্দেশ দিয়েছে, যার মধ্যে বিদেশে পাচারের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস
মাগুরায় শিশু ধর্ষণ : আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান
আয়োজক হয়েও ট্রফি বিতরণে জায়গা হয়নি পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ডিসি-এসপিদের কক্ষে গিয়ে কাজ তদারকি করছে: রিজভী
ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করা সেই রিংকু গ্রেফতার
‘আ.লীগ কর্মীদের তওবা করে অন্য দলে যোগ দেয়া উচিত’
যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
একা থাকার অভ্যাস বাড়ছে শিক্ষিত নারীদের, কমছে বিয়ের আগ্রহ
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামির রিমান্ড মঞ্জুর  
অনলাইন ব্যবসায়ীদের জন্য ৯ নির্দেশনা হাইকোর্টের  
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ  
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব  
কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
ধর্ষণ-নিপীড়ন: আজ সারা দেশে ছাত্রদলের মানববন্ধন