গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গুলিতে একজন নিহত
পুলিশ ও নিহত রাসেল হাওলাদার ছবি : সংগৃহীত
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে রাসেল হাওলাদার (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রাসেল গাছা থানাধীন মালেকের বাড়ি ডিজাইন এক্সপ্রেস গার্মেন্টসের কর্মী ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১১টার দিকে গার্মেন্টস ছুটি দিলে শ্রমিকরা ফ্যাক্টরি থেকে বের হয়ে আন্দোলন শুরু করে। পরে উপস্থিত পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গাছা এলাকার ডিজাইন এক্সপ্রেস গার্মেন্টসের ইলেকট্রিশিয়ান রাসেল হাওলাদার গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত রাসেল হাওলাদারের বাড়ি ঝালকাঠির সদরে বিনাই কাঠি গ্রামে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলম্বিয়া নুর আলমের বাসায় ভাড়াটিয়া ছিলেন।