গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২৫ শিক্ষার্থী
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গরমে অসুস্থ হয়ে পড়া ২ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১২ জুন) বেলা ১২টার দিকে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ও বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পরে শিক্ষকসহ অন্যান্যরা অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ওই বিদ্যালয় ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গতকাল (৬ জুন) গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে আসেন।