নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি তেলবাহী জাহাজের ট্যাংকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল মান্নান রাহাদ (২৩), মো. হুমায়ুন কবির (৫৪), মো. তাজুল ইসলাম লিমন (২৪), মো. ইমতিয়াজ আহমেদ (৪২), মো. রুবেল (৩৮), মো. সোহেল (৩৮), মো. নাজমুল ইসলাম (৩৩) ও মো. রাকিব (২৪)।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজ নোঙর করে রাখা হয়েছিল। রাতে শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে পড়লে হঠাৎ করেই ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শীতলক্ষ্যা নদীতে একটি জাহাজের ইঞ্জিন রুমে আগুন লেগে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।