লক্ষ্মীপুরে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজারমূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা।
রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার মেঘনা নদীর জারিরধন খাল সংলগ্ন এলাকা থেকে এ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল এসব তথ্য জানান।
তিনি জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার মেঘনা নদীর জারিরধন খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই এলাকায় ১২টি কাঠের নৌকা তল্লাশি করে ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা। তবে এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত জালগুলো উপজেলার মুন্সিরহাট এলাকায় এনে রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম জসিম উদ্দিনের নির্দেশে ও তার প্রতিনিধি নিজাম উদ্দিনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসজি
