শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অনিয়ম-অব্যবস্থাপনায় সুনাম হারাচ্ছে যশোর জেনারেল হাসপাতাল

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম বাড়ছে বলে সেবার মান নিয়ে অভিযোগ রোগীদের। সরকারি এই হাসপাতালটি সুনাম হারাচ্ছে চিকিৎসাসেবায়। হাসপাতাল পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনিয়ম ও দুর্নীতিমুক্ত হাসপাতাল গড়ার নির্দেশ দিলেও তা মানা হচ্ছেনা।

বিগত দিনে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলেও চিকিৎসাসেবার মান উন্নত হয়নি। চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো হাসপাতালে আসছেন-যাচ্ছেন। প্রয়োজনের সময় দেখা মেলেনা বিশেষজ্ঞ চিকিৎসকের। সেবার পরিবর্তে বাণিজ্যিক মানসিকতা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সরকারি এই হাসপাতালের প্রতি আস্থা হারাচ্ছেন মানুষ। অথচ যশোরসহ আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার রোগীদের আশা ভরসার স্থল হলো এ হাসপাতালটি।

সরেজমিনে দেখা গেছে, যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন দ্বিগুণের বেশি রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন গড়ে প্রতিদিন ৯০০ থেকে ১ হাজার রোগী। এখানে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু, প্রয়োজনের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা না মেলা, নিয়মবহির্ভুতভাবে ইন্টার্ন চিকিৎসক রোগির অস্ত্রোপচার ও রেফার করছেন।

কমিশন বাণিজ্য, চিকিৎসক-সেবিকার দুর্বব্যবহার ও দায়িত্বে অবহেলা, চাকরিভাড়া দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ, দালালের উৎপাতসহ নানাভাবে নাজেহাল হচ্ছেন রোগি ও স্বজনেরা। এসব অনিয়মের ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষ নীরব। দু’একজনকে শোকজ ও তদন্ত কমিটি গঠন করেই যেন দায়িত্ব শেষ করা হয়। আলোচিত কোনো ঘটনারও ব্যবস্থা গ্রহণ করা হয়না। যে কারণে এখানে চিকিৎসাসেবায় দিনে দিনে অনিয়ম বাড়ছে।

রোগী ও স্বজনদের ভাষ্যমতে, বেলা ১ টার পর হাসপাতালে কোনো বিশেষেজ্ঞ চিকিৎসকের দেখা মেলেনা। ইন্টার্নরা যেন রোগিদের শেষ ভরসা। বিশেষজ্ঞদের অবহেলায় রোগির ভাগ্যে ফলোআপ চিকিৎসা জোটেনা ঠিকমতো। ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ড রাউন্ডে এসে রোগীর ব্যবস্থাপত্রে লিখে দেন “রিপিট অল”। অর্থাৎ আগে যে চিকিৎসা ছিল তাই চলবে।

এদিকে বিগত দিনে চিকিৎসকের অবহেলার কারণে তার স্বজনরা অপ্রীতিকর ঘটনা ঘটালে চিকিৎসকরা রোগিদের চিকিৎসার প্রতি মোটেও আন্তরিক নয়। যে কারনে সরকারি এ হাসপাতালের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছেন। অথচ যশোর ছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইলসহ বিভিন্ন জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার আশায় এখানে আসেন। কিন্তু তারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে হাসপাতালে রয়েছে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সংকট। যা সচল করতে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। হাসপাতালের গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শুন্য থাকায় সংকট বাড়ছেই।

আইয়ুব হোসেন নামে এক রোগি জানান, হাসপাতালের বাথরুমগুলোর নোংরা পরিবেশ, কয়েকটি ওয়ার্ডে দুর্গন্ধে রোগিদের নাভিশ্বাস হলেও সহসা পরিস্থিতির উত্তরণ ঘটে না। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের রোগিরা বাথরুমের দুর্গন্ধে রীতিমতো দিশেহারা। অনেক কষ্ট করে সেখানে থেকে তারা চিকিৎসাসেবা গ্রহণ করছেন। রোগির স্বজনেরা জানান, সরকারি হাসপাতালে এতো নোংরা পরিবেশ থাকাটা মোটেও ঠিক না। হাসপাতালের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের নজর দেওয়া প্রয়োজন। নতুবা এমন পরিবেশে রোগির সঙ্গে আসা স্বজনেরাও অসুস্থ হয়ে যাবে।

রোগিদের সঙ্গে আসা স্বজন আলী হামজা, ইসমাইল হোসেন, গোলাম মোর্তজা জানান, বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাসেবায় নানা অনিয়ম বেড়েছে। টাকা ছাড়া কেউ কোন কাজ করতে চাননা। সরকারি অনেক ওষুধও রোগিদের ভাগ্যে জুটছে না। প্রয়োজনের সময় চিকিৎসককে ডেকেও পাওয়া যায়না। ফলে চিকিৎসা নিতে এসে অবহেলার শিকার হচ্ছেন রোগিরা।

তবে এসকল অভিযোগ অস্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ জানান, সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সকল ধরণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সকল কর্মকাণ্ড নিয়মের মধ্যে পরিচালনা করার চেষ্টা অব্যাহত আছে।

/এএস

Header Ad
Header Ad

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল

ছবিঃ সংগৃহীত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো 'ইফতার ও দোয়া অনুষ্ঠান- ২০২৫'।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অডিটরিয়ামে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও কলা বিভাগের ডিন কাজী আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও বিভাগের শিক্ষকবৃন্দ।

আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা সবার সাথে কুশলাদি বিনিময়ের অন্যতম মাধ্যম। ইফতার তথা মিলনমেলার এমন আয়োজন অব্যাহত রাখার জন্য বিভাগের শিক্ষার্থীদের আহ্বান জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এছাড়াও, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির অন্যান্য সদস্যরাও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও ইফতারের আয়োজনে সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমানের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতি রমজানে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। এ যেন ঈদের আগেই আরেক ঈদ আনন্দ তাদের জন্য। ভবিষ্যতে সবার সম্মিলনে একে-অপরের পাশাপাশি থাকার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

Header Ad
Header Ad

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের।ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন।

ট্রাম্পের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‘আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যারা আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।’

একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপরই পুতিনের কাছে ট্রাম্পের এই বিবৃতি আসে। ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি না জানালেও পুতিন নীতিগতভাবে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, কুরস্কে তাদের সেনারা চাপের মধ্যে রয়েছেন।

গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে। অনেকেই বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর এটিই সবচেয়ে বড় অভিযান। তাই মস্কোও পাল্টা জবাব দিচ্ছে।

কুরস্কে রাশিয়ার পালটা আক্রমণে ইউক্রেনের দখল করা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছেন পুতিনের সেনারা। তবে বিষয়টি সম্ভাব্য শান্তি আলোচনায় মস্কোর ওপর কিয়েভের দর-কষাকষির সুযোগ কেড়ে নিয়েছে।

Header Ad
Header Ad

এক বছর পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েই আবার ইনজুরিতে নেইমার

আবার ইনজুরিতে নেইমার। ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন পর ব্রাজিল দলে ফিরলেও আবারও সেই চোট ছিটকে দিয়েছে তাকে। চোটের কারণে এবারও বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন না নেইমার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য তাকে দলে ডাকা হয়েছিল। দুর্ভাগ্য উঁরুর চোটে মাঠের বাইরে থাকতে হচ্ছে আবার।

নেইমার চোটের কারণে প্রায় দেড় বছরের মতো বাইরে কাটিয়েছেন। সর্বশেষ ক্লাব বদলে সান্তোসে ফেরার পর উজ্জীবিত মনে মনে হচ্ছিল তাকে। কিন্তু সর্বশেষ দুই সপ্তাহ ঊঁরুর চোটের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে খেলতে না পারার কথা এভাবেই জানিয়েছেন তিনি, ‘মনে হচ্ছিল প্রত্যাবর্তন খুব সন্নিকটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা জার্সিটি পরবার সুযোগ আমি পাচ্ছি না।’

মূলত ঝুঁকি এড়াতেই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। নেইমার সেই কথা যোগ করে আরও লিখেছেন, ‘সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদগ্রীব। আমাদের তার পর দীর্ঘ আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা একমত হয়েছি যে কোনও ঝুঁকি নিলে সেটা আসলে ভালো হবে না। পাশাপাশি চোট পুরোপুরি নির্মূল করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।’

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাই পর্বে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে। কোচ দরিভাল জুনিয়র ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে ডেকেছিলেন ঠিকই। দুর্ভাগ্য নেইমারকে বাইরে থাকতে হচ্ছে। ব্রাজিলের হয়ে যার সর্বশেষ ম্যাচ ছিল সেই ২০২৩ সালের অক্টোবর! তার জায়গায় খেলবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এন্দ্রিক।

বাছাইয়ে ২০ মার্চ ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। পাঁচদিন পর মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল
ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের
এক বছর পর ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েই আবার ইনজুরিতে নেইমার
আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে: অভিনেত্রী স্বাগতা
শিশু ধর্ষণ মামলায় জামিন নিতে এসে অভিযুক্ত কারাগারে
চায়ের দোকানে শেখ হাসিনাকে নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ  
এশিয়ার ১০টি সহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে ট্রাম্প
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় রবিবার
সুযোগ পেলেই ড. ইউনূসকে শূলে চড়াই : সারজিস আলম  
শিশুকে যৌন হয়রানি, ডিম বিক্রেতাকে পুলিশে সোপর্দ
আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মশাল মিছিল  
রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে : মাহফুজ আলম  
শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি  
দুপুরে জাতিসংঘের মহাসচিব সঙ্গে বৈঠক করবেন বিএনপির  
দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা  
শেখ হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক  
লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
দোল উৎসবে বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম
কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হলে দেশের মানুষ কঠোর হস্তে দমন করবে: মামুনুল হক
সেনাবাহিনীর অভিযানে ৩৮৩ ছিনতাইকারী-চাঁদাবাজ গ্রেফতার