ফের ভাঙল কাচালং সেতুর পাটাতন
মেরামতের ৩ দিনের মাথায় ফের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে ইট বোঝাই ট্রাক আটকে গিয়ে উপজেলার সঙ্গে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল ৮টায় সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা ইট বোঝাই একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। এতে সেতুর দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে। তবে কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে । তবে নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ না হওয়ায় ছোট ছোট যানবাহন চলাচলের জন্য সেতুর এক পাশ খুলে দেওয়া হয়েছে।
এর আগে গেল ৮ মে সকালে পাথর বোঝাই একটি ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এতে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও সড়ক বিভাগের দুই দিনের চেষ্টায় সেতু মেরামতের পর পৌরসভা ও সড়ক বিভাগের পক্ষ থেকে ১০ টনের অধিক ভারী যানচলাচলে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো হয়।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। এ ছাড়া নতুন সেতুর কাজ শেষ হয়েছে সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে সেটিও চলমান রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সড়ক বিভাগের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট ছোট যানবাহন চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খুলে দেওয়া হয়েছে।
এসএন