পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল (২৮) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার ব্যারিস্টার বাজারের তহিমা ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম খলিল তহিমা ফার্মেসির স্বত্বাধিকারী।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করেন। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি মামলায় গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ৬ বিএনপি নেতাকর্মীকে কারাদণ্ড দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ওই রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস লিখেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, মোবাইল ফোনের মাধ্যমে বর্তমান সরকার ও আদালতের রায়ের বিরুদ্ধে সামাজিত যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচার করেন ইব্রাহিম হোসেন।
ওসি আরও জানান, বিভিন্ন শ্রেণির মানুষের মনে ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম সৃষ্টির অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে ইব্রাহিমকে জেলহাজতে পাঠানো হয়।
এএসআর/এমএসপি