২০৩০ এর আগেই এসডিজির সব সূচক ছাড়াবে বাংলাদেশ: অর্থসচিব
অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্যাহ বলেছেন, ‘২০৩০ সালের আগেই এসডিজির সবসূচক ছাড়িয়ে যাবে বাংলাদেশ।’
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞায় আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রূপালী ব্যাংক আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের জোনাল অফিস ফেনীর উপ-মহাব্যবস্থাপক মো. কুদ্দুছ মিয়া। সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর একরামুল হক একরাম।
এ সময় অর্থসচিব ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব আজ অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়ন তাকিয়ে তাকিয়ে দেখছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, মেট্টোরেলসহ মেগাপ্রকল্পগুলো ও অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ওসি মোহাম্মদ হাসান ইমাম।
অনুষ্ঠান শেষে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
এএএম/এমএসপি