পুলিশকে আহত করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই
টাঙ্গাইলের গোপালপুরে দুই পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে মারধর করে হ্যান্ডকাফসহ রিপন (৩৮) নামে এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে ছিনকারীকে গ্রেপ্তার করেছে গোপালপুর থানা পুলিশ।
আসামি রিপন উপজেলার চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ছিনতাইকারী মিজানুর ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।
আহত দুই পুলিশ সদস্য হলেন, গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও কনস্টেবল মাখন চন্দ্র সূত্রধর। এসআই সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কনস্টেবল মাখন চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) তাদের টাঙ্গাইলে আদালতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় মিজানুর ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।
পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডকাফসহ আসামি রিপন ও মিজানকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী মিজান উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিরাজুল ইসলামের ভাই। সে (মিজান) নেশাগ্রস্ত এবং ইয়াবা সেবনকারী হিসেবে এলাকায় পরিচিত। শনিবার তাদের দুজনকেই টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
/এএন