রাঙামাটি যাওয়া হলো না ২ বন্ধুর
ফাইল ছবি
মোটরসাইকেলে করে রাঙামাটি যাচ্ছিলেন দুই বন্ধু মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে মৃত্যু হয় তাদের।
শুক্রবার (৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার উত্তর খানে থানার মাদারনবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে মোটরসাইকেলে চড়ে দুই যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুইজন সড়কের উপরই ছিটকে পড়েন। এতে মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬) মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, তাদের দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ওই দুই যুবকের একজনের স্বজনদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নিহত দুইজন বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে বেড়াতে পার্বত্য রাঙ্গামাটি যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে চড়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। তাদের মোটরসাইকেল মহিপাল হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসজি