জেলের জালে ১৫ কেজির কোরাল, বিক্রি ২৫ হাজারে

বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনের খালে ধরা পড়েছে সাড়ে ১৫ কেজি ওজনের এক কোরাল মাছ। শুক্রবার (৫ মে) ভোরে সুন্দরবনের খাল থেকে স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে মাছটি।
পরে মাছটি শরণখোলার মাছ বাজারের আড়তদার মো. মিজানের কাছে বিক্রি করেন ওই জেলে। ১৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন তিনি।
সেখানে উপস্থিত নোমান নামের এক ব্যক্তি বলেন, এত বড় মাছ আমি এর আগে দেখিনি। সুন্দরবনে বিভিন্ন সময় সরকার নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। নিষেধাজ্ঞার সময় জেলেরা মাছ শিকার থেকে বিরত থাকেন। এর সুফল হিসেবেই মনে হয় এত বড় মাছ ধরা পড়েছে।
আড়তদার মো. মিজান বলেন, এত ওজনের কোরাল মাছ বহু বছর আগে দেখা যেত। কয়েক বছর ধরে কোরাল মাছ তেমন একটা পাওয়া যায় না।
এসজি
