প্রেসক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকি আওয়ামী লীগ নেতার

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনা ছাড়াই ইচ্ছামতো সিএনজি ও অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার। এ ঘটনার জেরে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবে হামলা ও প্রেসক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান ও সাবেক যুগ্ম আহ্বায়ক সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার দলবল নিয়ে মিছিল করেন। মিছিল শেষে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন তারা।
এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আরিফুজ্জামান তপু তার দায়িত্ব পালনকালে আজহার ও জাহিদ ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। পরে তিনি দৌড়ে এসে প্রেসক্লাবে আশ্রয় নিলে দুই নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ইট-পাটকেল নিক্ষেপ করে তাদের সন্ত্রাসী বাহিনী। এর আগে সমাবেশেই সাংবাদিকদের নিয়ে শ্রমিকনেতা আজহার কটূক্তিমূলক বক্তব্যসহ ২৪ ঘণ্টার মধ্যে প্রেসক্লাবকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনার প্রেক্ষিতে দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাদী হয়ে ভূঞাপুর থানায় সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার ইসলাম আজহার ও সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসানকে অভিযুক্ত করে অজ্ঞাত শতাধিক শ্রমিক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রেসক্লাবে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এমন ন্যক্কারজনক ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনায় উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, গোপালপুর প্রেসক্লাব, মধুপুর প্রেসক্লাব, ধনবাড়ী প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, কালিহাতী প্রেসক্লাব, ভূঞাপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার এম আব্দুল মজিদ মিঞা, উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা নিন্দা জানান।
এর আগে গত সোমবার (১ মে) সিএনজি ও অটোরিকশার ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম আজাহার ও সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান। ভাড়া বাড়ায় এ নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
এসজি
