বরগুনায় দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে শফিকুল ইসলাম পনু নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া ঠান্ডার ক্লাব নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পনু একই এলাকার মোসলেম আলী আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী পূর্ব শত্রুতার জের ধরে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধার গ্রুপ ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়।
উদ্ধার হওয়া আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে বরগুনা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি আলী আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে আনে৷ এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এসআইএইচ